১। খতিয়ান কী ?
মৌজা ভিত্তিক এক বা একাদিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরন সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে।
২। সি,এস রেকর্ড কী ?
সি,এস হল ক্যাডাস্টাল সার্ভে। আমাদের দেশে জেলা ভিত্তিক প্রথম যে নক্সা ও ভূমি রেকর্ড প্রস্তুত করা হয় তাকে সি,এস রেকর্ড বলা হয়।
৩। এস,এ খতিয়ান কী ?
সরকার কর্তৃক ১৯৫০ সনে জমিদারি অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন জারি করার পর যে খতিয়ান প্রস্তুত করা হয় তাকে এস,এ খতিয়ান বলা হয়।
৪। নামজারী কী ?
উত্তরাধিকারবা ক্রয় সূত্রে বা অন্য কোন প্রক্রিয়ায় কোন জমিতে কেউ নতুন মালিক হলে তারনাম খতিয়ানভূক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলে।
৫। জমা খারিজ কী ?
জমাখারিজ অর্থ যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করা। প্রজারকোন জোতের কোন জমি হস্তান্তর বা বন্টনের কারনে মূল খতিয়ান থেকে কিছু জমিনিয়ে নুতন জোত বা খতিয়ান খোলাকে জমা খারিজ বলা হয়।
৬। পর্চা কী ?
ভূমিজরিপকালে প্রস্তুতকৃত খসরা খতিয়ান যে অনুলিপি তসদিক বা সত্যায়নের পূর্বেভূমি মালিকের নিকট বিলি করা হয় তাকে মাঠ পর্চা বলে। রাজস্ব অফিসার কর্তৃকপর্চা সত্যায়িত বা তসদিক হওয়ার পর আপত্তি এবং আপিল শোনানির শেষে খতিয়ানচুরান্তভাবে প্রকাশিত হওয়ার পর ইহার অনুলিপিকে পর্চা বলা হয়।
৭।তফসিল কী ?
তফসিল অর্থ জমির পরিচিতিমূলক বিস্তারিত বিবরন। কোন জমির পরিচয় প্রদানেরজন্য সংশ্লিষ্ট মৌজার নাম, খতিয়ান নং, দাগ নং, জমির চৌহদ্দি, জমির পরিমানইত্যাদি তথ্য সমৃদ্ধ বিবরনকে তফসিল বলে।
৮। মৌজা কী ?
ক্যাডষ্টালজরিপের সময় প্রতি থানা এলাকাকে অনোকগুলো এককে বিভক্ত করে প্রত্যেকটি এককএর ক্রমিক নং দিয়ে চিহ্নিত করে জরিপ করা হয়েছে। থানা এলাকার এরুপপ্রত্যেকটি একককে মৌজা বলে। এক বা একাদিক গ্রাম বা পাড়া নিয়ে একটি মৌজাঘঠিত হয়।
খাজনা কী ?
ভূমি ব্যবহারের জন্য প্রজার নিকট থেকে সরকার বার্ষিক ভিত্তিতে যে ভুমি কর আদায় করে তাকে ভুমির খাজনা বলা হয়।
ওয়াকফ কী ?
ইসলামিবিধান মোতাবেক মুসলিম ভূমি মালিক কর্তৃক ধর্মীয় ও সমাজ কল্যানমুলকপ্রতিষ্ঠানের ব্যায় ভার বহন করার উদ্দেশ্যে কোন সম্পত্তি দান করাকে ওয়াকফবলে।
মোতওয়াল্লী কী ?
ওয়াকফসম্পত্তি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান যিনি করেন তাকে মোতওয়াল্লীবলে।মোতওয়াল্লী ওয়াকফ প্রশাষকের অনুমতি ব্যতিত ওয়াকফ সম্পত্তি হস্তান্তরকরতে পারেন না।
ওয়রিশ কী ?
ওয়ারিশঅর্থ ধর্মীয় বিধানের আওতায় উত্তরাধিকারী। কোন ব্যক্তি উইল না করে মৃত্যুবরন করলে আইনের বিধান অনুযায়ী তার স্ত্রী, সন্তান বা নিকট আত্নীয়দের মধ্যেযারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গকেওয়ারিশ বলা হয়।
ফারায়েজ কী ?
ইসলামি বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফারায়েজ বলে।
খাস জমি কী ?
ভূমি মন্ত্রনালয়ের আওতাধিন যে জমি সরকারের পক্ষে কালেক্টর তত্ত্বাবধান করেন এমন জমিকে খাস জমি বলে।
কবুলিয়ত কী ?
সরকারকর্তৃক কৃষককে জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব প্রজা কর্তৃক গ্রহন করেখাজনা প্রদানের যে অংঙ্গিকার পত্র দেওয়া হয় তাকে কবুলিয়ত বলে।
দাগ নং কী ?
মৌজায়প্রত্যেক ভূমি মালিকের জমি আলাদাভাবে বা জমির শ্রেনী ভিত্তিক প্রত্যেকটিভূমি খন্ডকে আলাদাভাবে চিহ্নিত করার লক্ষ্যে সিমানা খুটি বা আইল দিয়েস্বরজমিনে আলাদাভাবে প্রদর্শন করা হয়। মৌজা নক্সায় প্রত্যেকটি ভূমি খন্ডকেক্রমিক নম্বর দিয়ে জমি চিহ্নিত বা সনাক্ত করার লক্ষ্যে প্রদত্ত্ব নাম্বারকেদাগ নাম্বার বলে।
ছুট দাগ কী ?
ভূমিজরিপের প্রাথমিক পর্যায়ে নক্সা প্রস্তুত বা সংশোধনের সময় নক্সারপ্রত্যেকটি ভূ-খন্ডের ক্রমিক নাম্বার দেওয়ার সময় যে ক্রমিক নাম্বারভূলক্রমে বাদ পরে যায় অথবা প্রাথমিক পর্যায়ের পরে দুটি ভূমি খন্ড একত্রিতহওয়ার কারনে যে ক্রমিক নাম্বার বাদ দিতে হয় তাকে ছুট দাগ বলা হয়।
চান্দিনা ভিটি কী ?
হাট বাজারের স্থায়ী বা অস্থায়ী দোকান অংশের অকৃষি প্রজা স্বত্ত্য এলাকাকে চান্দিনা ভিটি বলা হয়।
অগ্রক্রয়াধিকার কী ?
অগ্রক্রয়াধিকারঅর্থ সম্পত্ত্বি ক্রয় করার ক্ষেত্রে আইনানুগভাবে অন্যান্য ক্রেতার তুলনায়অগ্রাধিকার প্রাপ্যতার বিধান। কোন কৃষি জমির মালিক বা অংশিদার কোনআগন্তুকের নিকট তার অংশ বা জমি বিক্রির মাধ্যমে হস্তান্তর করলে অন্যঅংশিদার কর্তৃক দলিলে বর্নিত মূল্য সহ অতিরিক্ত ১০% অর্থ বিক্রি বা অবহিতহওয়ার ৪ মাসের মধ্যে আদালতে জমা দিয়ে আদালতের মাধ্যমে জমি ক্রয় করারআইনানুগ অধিকারকে অগ্রক্রয়াধিকার বলা হয়।
আমিন কী ?
ভূমি জরিপের মধ্যমে নক্সা ও খতিয়ান প্রস্তুত ও ভূমি জরিপ কাজে নিজুক্ত কর্মচারীকে আমিন বলা হত।
সিকস্তি কী ?
নদীভাংঙ্গনে জমি পানিতে বিলিন হয়ে যাওয়াকে সিকস্তি বলা হয়। সিকস্তি জমি ৩০বছরের মধ্যে স্বস্থানে পয়স্তি হলে সিকস্তি হওয়ার প্রাককালে যিনি ভূমি মালিকছিলেন, তিনি বা তাহার উত্তরাধিকারগন উক্ত জমির মালিকানা শর্ত সাপেক্ষ্যেপ্রাপ্য হবেন।
পয়স্তি কী ?
নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে জমির সৃষ্টি হওয়াকে পয়স্তি বলা হয়।
নাল জমি কী ?
সমতল ২ বা ৩ ফসলি আবাদি জমিকে নাল জমি বলা হয়।
দেবোত্তর সম্পত্তি কী ?
হিন্দুদেরধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন, ব্যাবস্থাপনা ও সু-সম্পন্ন করার ব্যয় ভারনির্বাহের লক্ষ্যে উৎসর্গকৃত ভূমিকে দেবোত্তর সম্পত্তি সম্পত্তি বলা হয়।
দাখিলা কী ?
ভূমিমালিকের নিকট হতে ভূমি কর আদায় করে যে নির্দিষ্ট ফরমে (ফরম নং-১০৭৭)ভূমিকর আদায়ের প্রমানপত্র বা রশিদ দেওয়া হয় তাকে দাখিলা বলে।
ডি,সি,আর কী ?
ভূমি কর ব্যতিত অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফরমে (ফরম নং-২২২) রশিদ দেওয়া হয় তাকে ডি,সি,আর বলে।
দলিল কী ?
যেকোন লিখিত বিবরনি যা ভবিষ্যতে আদালতে স্বাক্ষ্য হিসেবে গ্রহনযোগ্য তাকেদলিল বলা হয়। তবে রেজিষ্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবংবিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিষ্ট্রিকরেন তাকে সাধারনভাবে দলিল বলে।
কিস্তোয়ার কী ?
ভূমিজরিপকালে চতুর্ভূজ ও মোরব্বা প্রস্তুত করারপর সিকমি লাইনে চেইন চালিয়েসঠিকভাবে খন্ড খন্ড ভূমির বাস্তব ভৌগলিক চিত্র অঙ্কনের মাধ্যমে নক্সাপ্রস্তুতের পদ্ধতিকে কিস্তোয়ার বলে।
খানাপুরি কী ?
জরিপেরসময় মৌজা নক্সা প্রস্তুত করার পর খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান ফর্মেরপ্রত্যেকটি কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরণ করার প্রক্রিয়াকে খানাপুরি বলে।
খাস কৃষি জমি বন্দোবস্ত পাওয়ার দরখাস্ত
(১২ই মে, ১৯৯৭ খ্রীঃ তারিখের গেজেটে প্রকাশিত নীতিমালা মোতাবেক)
১। (ক) দরখাস্তকারী কোন শ্রেণীর ভূমিহীন (প্রযোজ্য ক্ষেত্রে/ ক্ষেত্র সমূহে চিহ্ন দিন)। ৎ
(১) দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবার।
(২) নদী ভাঙ্গা পরিবার
(৩) সক্ষম পুত্রসহ বিধবা বা স্বামী পরিত্যক্তা পরিবার।
(৪) কৃষি জমি নাই ও বাস্তবাটিহীন পরিবার।
(৫) অনধিক ০.১০ একর বসতবাটি আছে কিন্তু কৃষি নাই এমন কৃষি নির্ভর পরিবার।
(৬) অধিগ্রহনের ফলে ভূমিহীন হইয়া পড়িয়াছে এমন পরিবার।
(খ) ভূমমীহীন শ্রেণীর স্বপক্ষে দাখিলকৃত কাগজ পত্রঃ
(১) যথাযথ কতৃপক্ষ কতৃক প্রদত্ত সনদ পত্র।
(২) ইউনিয়ন চেয়ারম্যান/পৌর চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের সনদ পত্র।
(৩) অন্যান্য।
২। দরখাস্তকারীর পরিবার প্রধানের নাম ঃ ....................................................। বয়সঃ................
৩। দরখাস্তকারীর পিতা/ স্বামীর নাম ঃ ................................................। জীবিত / মৃত...........
৪। দরখাস্তকারীর জন্মস্থান / ঠিকানা ঃ গ্রামঃ ........................................................................
ইউনিয়নঃ ..................................................................
উপজেলাঃ .................................................................
জেলাঃ .....................................................................
৫। পরিবার প্রধানের স্ত্রী / স্বামীর নাম ঃ ................................................। বয়স ...................
৬। দরখাস্তকারীর পরিবারের সদস্যের নামঃ
ক্রমিক নং | নাম | বয়স | সম্পর্ক | কি করেন | মন্তব্য |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
৭। দরখাস্তকারীর নিজের বসতবাটির বিবরণ ঃ ........................................................................
৮। নিজের বসতবাটি না থাকিলে পরিবার যেখানে
বাস করে উহার বিবরণ (বর্তমান ঠিকাণা) ঃ .......................................................................
৯। দরখাস্তকারী অথবা তাহার পিতা / মাতা পূর্বে
কেনা খাস জমি পাইয়া থাকিলে উহার বিবরণ ঃ .......................................................................
১০। খাস জমির জন্য কোন জায়গায় দরখাস্ত
করিলে উহার বিবরণ ঃ .......................................................................
১১। নদী ভাঙ্গা পরিবার হইলে কবে কোথায় কিভাবে
নদী ভাঙ্গিয়াছিল এবং সেই জায়গায় কোন দলিল
দস্তাবেজ থাকিলে উহার বিবরণ ঃ .......................................................................
১২। পরিবারের কেহ শহীদ বা পঙ্গু মুক্তিযোদ্ধা হইলে
তাহার বিস্তারিত পরিচয় ও শহীদ কিংবা পঙ্গু
হইবার বিবরণ ও প্রমান ( প্রয়োজনে পৃথক
কাগজ ব্যবহার করিতে হইবে ঃ .......................................................................
১৩। দরখাস্তকারীর দখলে কোন খাস জমি জায়গা থাকিলে
উহার বিবরণ কবে হইতে কিভাবে দখলে আছেন এবং
জমির বর্তমান অবস্থা কি তাহা জানাইতে হইবে।
( প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করিতে হইবে) ঃ ...................................................................
১৪। দরখাস্তকারী কোন বিশেষ খাস জমি পাইতে চাহিলে
তাহার কারন ও বিবরণ ঃ ..................................................................
১৫। প্রার্থীর জায়গা বন্দোবস্ত দেওয়া সম্ভব না হইলে
অন্য কোন এলাকা হইতে জমি চাহেন। (ক্রমানুসারে
২/৩ টি মৌজার নাম উল্লেখ করিতে হইবে) ঃ ..................................................................
১৬। দরখাস্তকারী সম্পর্কে ভাল জানেন এমন দুই
জন গণ্যমান্য লোকের নাম ও ঠিকাণা ঃ ...................................................................
শপথনামাঃ
আমি......................................... পিতা/স্বামীঃ ....................................... শপথ করিয়া বলিতেছি যে,
আমারসম্পর্কে উপরোক্ত বিবরণ আমি পড়িয়াছি অথবা আমাকে পড়িয়া শুনানো হইয়াছে।প্রদত্ত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। উক্ত বিবরণের কোন অংশ, ভবিষ্যতের যে কোন সময়ে মিথ্যা প্রমাণিত হইলে আমাকে প্রদত্ত বন্দোবস্তকৃতজমি বিনা ওজরে সরকারের বরাবরে বাজেয়াপ্ত হইবে এবং আমি বা আমার ওয়ারিশানউহার বিরোদ্ধে কোন প্রকার আইনতঃ দাবী দাওয়া করিতে পারিবে না। করিলেও কোনআদালতে গ্রহনযোগ্য হবে না। আমি শপথপূর্বক আরও বলিতেছি যে, আমার এবং আমারস্ত্রীর / স্বামীর নামে খাস জমি বন্দোবস্ত দেওয়া হইলে উহা আমরা নিজেচাষাবাদ করিব। বর্গাদার দিয়ে কোন ভাবে চাষ করিব না এবং হস্তান্তর করিব না।আমি দরখাস্তের সকল মর্ম জানিয়া শুনিয়া এবং বুঝিয়া জ্ঞানে সই করিলাম/ টিপ সইদিলাম।
দরখাস্তকারীর সই / টিপ সই
সনাক্তকারীর সই / টিপ সই
দরখাস্ত ফরম পূরণ কারীর নাম ঃ ........................................................................................
দরখাস্ত পূরণ কারীর পিতা/স্বামীর নামঃ ........................................................................................
পদবী ঃ........................................................................................
ঠিকাণা ঃ.......................................................................................
সংশ্লিষ্ট ভূমি রাজস্ব অফিস পূরণ করিবে
১। দরখাস্ত প্রাপ্তির তারিখ ঃ ................................................... সময় ..........................
প্রাপ্তির ক্রমিক নং ঃ........................................................................................
প্রদত্ত রশিদের ক্রমিক নম্বর ঃ .......................................................................................
ভূমি রাজস্ব অফিসের সহকারীর স্বাক্ষর রাজস্ব কর্মকর্তার স্বাক্ষর
ক্রমিকনং | সেবারনাম | সেবাপ্রদানেরসময়সীমা | সেবাপ্রদানেরপদ্ধতি | সেবাপ্রদানেরস্থান |
০১ | ভূমি উন্নয়ন কর (কৃষি ও অকৃষি) আদায় | ০১ জুলাই হতে ৩০ জুন (এক আর্থিক বছর) | সরকার কর্তৃক নির্ধারিত নীতি মালা অনুসারে। | ইউনিয়ন ভূমি অফিস (সংশিস্নষ্ট) |
০২ | পেরী-ফেরী ভূক্ত বাজারের অস্থায়ী একসনা লীজ নবায়ন। |
অনুর্ধ্ব ১৫ দিন
| প্রকৃতব্যবসায়ী ট্রেড লাইসেন্স থাকতে হবে। নীতিমালা অনুযায়ী প্রস্তাব উপজেলানির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। ইউনিয়নভূমি অফিসের প্রতিবেদনের আলোকে লীজের শর্তভঙ্গ না করলে সরকার কর্তৃকনির্ধারিত হারে লীজমানি গ্রহণপূর্বক নবায়ণ করা হয় এবং ডিসিআর প্রদান করাহয়। | ইউনিয়ন ভূমি অফিস। উপজেলা ভূমি অফিস
|
০৩ | অর্পিত সম্পত্তির নবায়ন |
অনুর্ধ্ব ১৫ দিন | ইউনিয়নভূমি অফিসের প্রতিবেদনের ভিত্তিতে লীজের শর্তভঙ্গ না করলে সরকারী নীতিমালার আলোকে লীজমানি গ্রহণপূর্বক নবায়ণ করা হয় এবং ডিসিআর প্রদান করা হয়। | ইউনিয়ন ভূমি অফিস। উপজেলা ভূমি অফিস
|
মিউটেশন (নামজারী)জমাভাগওজমাএকত্রিকরনসংক্রান্তনিয়মাবলী
মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাসত্ম দাখিল করতে হবে।
মিউটেশনের আবেদনের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে।
(ক)প্রযোজ্যক্ষেত্রেঃ ১।ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিলের কপি। ২। ওয়ারিশ সনদপত্র ৩। হেবা দলিলের কপিএবং সকল রেকর্ড বা পর্চা খতিয়ানের সার্টি ফাইড কপি। ৪। সর্বশেষ জরিপের পরথেকে বায়া /পিট দলিল এর সার্টি ফাইড/ফটোকপি
৫। ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা । ৬। তফফিল বর্ণিত চৌহদ্দিসহ কলমি নকসা ০১ কপি।
(খ)মিউটেশনেরখরচঃ
(ক) আবেদন বাবদ কোর্ট ফি = ৫/- (পাঁচ টাকা)
(খ) নোটিশ জারী ফি = ২/- (দুই টাকা) (অনাধিক ৪ জনের জন্য ) চার জনের অধিক প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা হিসাবে আদায় করা হবে।
(গ) রেকর্ড সংশোধন ফি = ২০০/- (দুইশত) টাকা।
(ঘ) প্রতিকপি মিউটেশন খতিয়ান ফি = ৪৩/- (তেতালিশ) টাকা।
সর্বমোট= ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা + চার জনের অধিক হলে নোটিশ জারী ফি প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা হিসেবে আদায় করা হবে।
বিঃদ্রঃদরখাস্ত জমা দেওয়ার দিন থেকে ৪৫ দিনের মধ্যে মিউটেশন কেস নিষ্পত্তি না হলেএবং উলেখিত খরচের অতিরিক্ত ফি কেউ দাবী করলে সহকারী কমিশনার (ভূমি)/উপজেলা নির্বাহী অফিসার/রেভিনিউ ডেপুটি কালেক্টর/অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) অথবা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করুন।
ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারনঃ
ইউনিয়ন ভূমি অফিস | বিগত অর্থছরের দাবী | বিগত অর্থবছরের আদায় | বিগত অর্থবছরে আদায়ের হার | বর্তমান অর্থবছরের দাবী | দাবী বৃদ্ধি (টাকায়) | দাবী বৃদ্ধির হার | মমত্মব্য |
বাজনাব |
|
|
|
|
|
|
|
ইউনিয়ন ভূমি অফিস | বিগত অর্থছরের দাবী | বিগত অর্থবছরের আদায় | বিগত অর্থবছরে আদায়ের হার | বর্তমান অর্থবছরের দাবী | দাবী বৃদ্ধি (টাকায়) | দাবী বৃদ্ধির হার | মমত্মব্য |
বাজনাব |
|
|
|
|
|
|
|
ভূমিউন্নয়নকরের (সাধারণ)দাবীআদায়ঃ
ক্রমিক নং | ইউনিয়ন ভূমি অফিস | বর্তমান অর্থছরের দাবী | বিবেচ্য মাসে আদায়ের টার্গেট | বিবেচ্য মাসে আদায় | বিবেচ্য মাসে আদায়ের হার | বিগত মাসে আদায় | মমত্মব্য |
০১ | বাজনাব |
|
|
|
|
|
|
নামজারী-জমাখারিজেরআবেদননিষ্পত্তিঃ
ক্রমিক নং | ইউনিয়ন ভূমি অফিস | বিগত মাস পর্যমত্ম পেন্ডিং আবেদনের সংখ্যা | বিবেচ্য মাসে দায়ের | মোট আবেদনের সংখ্যা | বিবেচ্য মাসে নিষ্পত্তি | নিষ্পত্তির হার | অনিষ্পন্ন আবেদনের সংখ্যা |
০১ | বাজনাব |
|
|
|
|
|
|
কৃষিখাসজমিবন্দোবস্ত
ক্রমিক নং | ইউনিয়ন ভূমি অফিস | বর্তমানে বন্দোবসত্মযোগ্য কৃষি খাস জমির পরিমান | বিবেচ্য মাসে বন্দোবসত্মকৃত কৃষি খাস জমির পরিমান | বিবেচ্য মাসে উপকারভোগী পরিবারের সংখ্যা | কবুলিয়ত সম্পাদন হয়েছে এমন পরিবারের সংখ্যা | অবৈধ দখলীয় কৃষি খাস জমির পরিমান | মামলা মোকদ্দমার জড়িত কৃষি খাস জমির পরিমান | বন্দোবসত্মযোগী নয় এরূপ কৃষি খাস জমির পরিমান |
০১
| বাজনাব |
|
|
|
|
|
|
|
অর্পিতসম্পত্তিব্যবস্থাপনাঃ
ক্রমিক নং | ইউনিয়ন ভূমি অফিসের নাম | অর্পিত সম্পত্তির পরিমান | অর্পিত সম্পত্তির ইজারা | বিগত অর্থবছরের দাবী ও আদায় | বর্তমান অর্থবছরের দাবী ও আদায় | মমত্মব্য | |||||||
বকেয়া | হাল | মোট | |||||||||||
|
|
| |||||||||||
|
| প্রত্যর্পনযোগ্য | অনিবাসী | ইজারাভূক্ত | ইজারা বিহীন | দাবী | আদায় | হার | দাবী | বিবেচ্য মাস পর্যমত্ম আদায় | হার |
| |
০১
| বাজনাব |
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
বিবিধপাবলিকপিটিশননিষ্পত্তিঃ
ক্রঃ নং | ইউনিয়ন ভূমি অফিস | বিগত মাস পর্যমত্ম পেন্ডিং পাবলিক পিটিশনের সংখ্যা | বিবেচ্য মাসে আগত পাবলিক পিটিশনের সংখ্যা | বিবেচ্য মাসে নিষ্পত্তিকৃত পাবলিক পিটিশনের সংখ্যা | মাস শেষে পেন্ডিং পাবলিক টিটিশনের সংখ্যা | মমত্মব্য |
০১
| বাজনাব |
|
|
|
|
|
. জনদুর্ভোগ লাঘব ও সেবার মান উন্নয়নে গৃহীত বিশেষ উদ্যোগঃ সহকারী কমিশনার(ভূমি) এর নিকট সরাসরি স্বাক্ষাতের মাধ্যমে যে কোন অভিযোগ/ আবেদন তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস